‘সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে অভ্যুত্থানের মাহাত্ম্য কী’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ডিমের দাম নিয়ে কারওয়ান বাজারে কারসাজি চলে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চার বার ডিমের হাতবদল হয় অভিযোগ করে ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি।
আরো পড়ুন: কখন শেখ হাসিনার খোঁজ নেবে সরকার, যা বললেন আইন উপদেষ্টা
তিনি বলেন, শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?