ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মনোভাব জানতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদলের মতবিনিময়

শিক্ষার্থীদের সাথে কথা বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা
শিক্ষার্থীদের সাথে কথা বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা  © সৌজন্য প্রাপ্য

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্ররাজনীতির নতুন দিনের পথযাত্রায় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে সারাদেশে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে নতুন দিনের ছাত্ররাজনীতির পথযাত্রা সম্পর্কে গণআকাঙ্খা জানতে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাধারণ শিক্ষার্থীরা আগামীদিনে কেমন ছাত্ররাজনীতি দেখতে চান এবং এ সম্পর্কে শিক্ষার্থীদের সামগ্রিক প্রত্যাশা জানতে চান ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের মতামত তুলে ধরে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি তারা বন্ধ চান না। বরং সুস্থ ধারার ছাত্ররাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির পক্ষে তারা তাদের মতামত প্রদান করছেন। বিগত দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলে সিট দখল, গেস্টরুমে র‍্যাগিং, ইভটিজিং, শিক্ষার্থীদের জোরজবরদস্তি করে কর্মসূচিতে নেয়া, পেশী-শক্তি নির্ভর ছাত্ররাজনীতি ক্যাম্পাসে আর দেখতে চান না বলে জানান শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নতুন দিনের বাংলাদেশের ছাত্ররাজনীতি হবে মেধাভিত্তিক, শিক্ষার্থীবান্ধব, সময়ের চাহিদা অনুধাবনে সক্ষম, আগামীতে জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র।

আরও পড়ুন: ‘র’ এর সহযোগিতায় ক্ষমতায় ছিলেন হাসিনা: রিজভী

মতবিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বরিশাল মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান চট্টগ্রামে উত্তর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence