কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় আসামি কাদের-কামালসহ ২৯৫ জন

২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় আসামি কাদের-কামালসহ ২৯৫ জন।

কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় আসামি কাদের-কামালসহ ২৯৫ জন। © সংগৃহীত

সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে তুহিন আহমেদ (৩১) নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার ঘটনায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রিয়া শেখ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, নিহত তুহিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের সগির আহমেদের ছেলে।

গত ২০ জুলাই বিকালে ধসে পড়া রানা প্লাজা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বুকে গুলিবিদ্ধ হন কাঠমিস্ত্রি তুহিন আহমেদ। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই দুপুরে মারা যান তিনি।

ওবায়দুল কাদের ছাড়াও মামলার অপর আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬