প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি নোবিপ্রবি অধ্যাপকের

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ

অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ © সৌজন্যে প্রাপ্ত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিকট খোলা চিঠি লিখেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার মাসে একটি চিঠি লেখার আহ্বানকে শ্রদ্ধা জানিয়ে নাগরিক হিসেবে সুশাসন ও শিক্ষা সংস্কারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এই অধ্যাপক। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) খোলা চিঠি লেখেন নোবিপ্রবি শিক্ষক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা আপনার উপদেষ্টা পরিষদে শিক্ষিত অভিজ্ঞ তরুণদেরকে অন্তর্ভুক্ত করুন যাদের রয়েছে এই শহিদদের রক্তের প্রতি ডেডিকেশন এবং দেশপ্রেম। উপদেষ্টাদের নির্দিষ্ট সময় পরপর পারফরমেন্স ইভালুয়েশনের ব্যবস্থা করুন এবং সেই ইভালুয়েশনে যারাই নিম্নগামী হবে তাদেরকে বাদ দিয়ে দিন।’

খোলা চিঠিতে ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘শিক্ষা ব্যবস্থার সংস্কারে আপনি কোন কমিশন গঠনের ঘোষণা দেননি এবং বলতে পারি শিক্ষা সংস্কারের কোনো উদ্যোগও পরিলক্ষিত হয়নি। শিক্ষা কার্যক্রমে চলছে বেহাল দশা। আপনার প্রশাসন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের ক্রিডেন্সিয়াল যথেষ্ট ভালো কিন্তু তাদের নিয়োগের প্রক্রিয়াটি মোটেই ট্রান্সপারেন্ট নয়। এটি অনেকটাই চলছে আগের মত করে যেখানে রয়েছে লবিং, স্বজনপ্রীতি এবং ব্যক্তিগত পছন্দ। অথচ আমরা চেয়েছিলাম একটি সুন্দর এবং স্বচ্ছ প্রক্রিয়া যার মাধ্যমে উপযুক্ত ব্যক্তিটি নির্বাচিত হবে এবং পরবর্তী প্রশাসন এই প্রক্রিয়াটিকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করবে। একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ উপাচার্য নিয়োগের ঘটনাটিও যথেষ্ট দৃষ্টিকটু এবং বৈষম্য বলেই জনমনে পরিলক্ষিত হচ্ছে।’

আরও পড়ুন: মানবাধিকার, বাকস্বাধীনতা সমুন্নত রাখবে অন্তর্বর্তী সরকার

‘অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে আমরা অনেকটাই খুশি এবং এখানে যথেষ্ট যোগ্য ব্যক্তির অবস্থান আছে বলে মনে হচ্ছে। তাদের সাম্প্রতিক বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা আশা করছি এই খাতে শীঘ্রই সুশাসন ফিরে আসবে।’

দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান বাড়ানোর কোন উদ্যোগ কিংবা পরিকল্পনা চোখে পড়েনি এ ব্যাপারে আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘মানুষের পেট যখন ভরা থাকবে তখন মানুষ অপরাজনীতির চিন্তা মাথা থেকে সরিয়ে দেবে।’ 

এছাড়াও সরকারের মত প্রকাশের প্রতি সমর্থনকে সাধুবাদ জানিয়ে তিনি মানুষকে মত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘মিডিয়াগুলোকে দায়িত্বশীল ভাবে গড়ে তুলতে হবে। দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে, হাসতে পারছে, যে কোন জায়গায় যেতে পারছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারছে এজন্য আপনাদেরকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।’

আরও পড়ুন: অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্যে নেপালকে ড. ইউনূসের আহ্বান

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সাধারণ মানুষ একেবারেই খুশি নই। আমরা জানি এ ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে কিন্তু আমরা মনে করি আপনাদের এই বিষয়ে অনেক গাফিলতিও রয়েছে। দুর্বলতাগুলো খুঁজে বের করে জনমনে শান্তি নিয়ে আসার জন্য আপনাদেরকে আরো কঠোর অবস্থানে যেতে হবে। বিগত সময়ের অপরাধীদেরকে ছাড় দেওয়ার মানসিকতা থেকে অবশ্যই বের হতে হবে। সর্বত্রই আইনের শাসন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে—চিঠিতে উল্লেখ করেন ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই অধ্যাপক জানান, ‘আমরা সরকারকে সময় দিতে চাই, বিশ্বাস করতে চাই। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত কাজগুলো করে যাবে।’

মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9