ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে: উপদেষ্টা নাহিদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম  © টিডিসি ফটো

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সে যে-ই হোক না কেন। আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরে স্থানীয় বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে দ্রুত বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বানের পানিতে তলিয়েছে লক্ষ্মীপুরের ৫ উপজেলা, পানিবন্দি ৬ লাখ মানুষ

উপদেষ্টা বলেন, সারা দেশে যেসব মামলা হয়েছে, এর অনেক মামলা গ্রহণযোগ্য নয়। আমাদের আহ্বান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষা, গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা আছে। ইতিমধ্যে ছয়টি বিষয়ে সংস্কার কমিটি হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন—লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ