আসাদুজ্জামান নূরকে গ্রেফতার কি জরুরি ছিল, প্রশ্ন ঢাবি অধ্যাপকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর  © ফাইল ছবি

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। তাকে গ্রেফতার জরুরি ছিল কি না, সে প্রশ্ন করেছেন তিনি। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এ পোস্ট করার পর অনেকে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন।

ফেসবুকে অধ্যাপক কামরুল হাসান লিখেছেন, ‘আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা কি খুব জরুরি ছিল? হরেদরে মামলা আর গ্রেফতার করে কিন্তু বিতর্কিত করে ফেলা হচ্ছে।’ আর কমেন্টে ফের লিখেছেন, ‘আমার মানসপটে আসাদুজমান নূর একজন অত্যন্ত ভালো অভিনেতা। এত সুন্দর অভিনয় শিল্পী খারাপ হতে পারে আমার বোধে ধরে না।’

এ পোস্টের মন্তব্যে আবদুর রহমান লিখেছেন, ‘আপনাকে কেনো আমার এতো ভাল লাগে তার প্রমাণ আবার পেলাম। ভেবেছিলাম কেউ হয়ত সাহস পাবে না এ বিষয়ে কথা বলতে, আপনি আবারও দেখিয়ে দিলেন কিভাবে সাদা কে সাদা, কালোকে কালো বলতে হয়।’ আজমিরা বিলকিসের ভাষ্য, ‘আসাদুজ্জামান নূরকে নিয়ে এখন তো অনেক খবর দেখছি। আগে এসব শুনিনি, অবশ্য খুব কমই জানা গেছে। সত্য মিথ্যা এখন বের হবে।’

সঞ্চয় রহমান মন্তব্য করেছেন, ‘যতদূর জেনেছি উনিও নাকি একজন মাফিয়া ডনে পরিণত হয়েছিলেন। আমার মতে দরকার ছিল। একটা উদাহরণ সৃষ্টি করা দরকার। যে হারে অভিনেতা, অভিনেত্রীরা রাজনীতিতে আসছে, এমপি, মন্ত্রী হচ্ছে- এটা বন্ধ হওয়া উচিত। যদি সত্যি ল-মেকার হওয়ার যোগ্যতা থাকে, আমার তাতে আপত্তি নেই। অভিনয়ে এরা সেরা - সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু ল-মেকার হওয়ার যোগ্যতা এদের নেই।’

আরো পড়ুন: আসাদুজ্জামান নূর গ্রেফতার

মোহাম্মদ এনায়েত লিখেছেন, ‘মনে হচ্ছে সবাইকে শ্বশুরবাড়ি নেওয়া হবে। তবে স্যার রাজসাক্ষী হওয়ার জন্য কেউ কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এরা নিউক্লিয়াসে না থাকলেও অনেক তথ্য জানে।’

রাজধানীর মিরপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আসাদুজ্জামান নূরকে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী অভিনেতা আসাদুজ্জামান নূর। বাংলাদের সিনেমা-নাটক অঙ্গণে নানাভাবে বিচরণ রয়েছে তার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence