বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটরদের নিয়োগ বাতিল

বিডিআর
বিডিআর  © ফাইল ছবি

বিডিআর বিদ্রোহ মামলায় মোশাররফ হোসেন কাজলসহ ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর (জিপি-পিপি) সানাহ মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশ তাদের নিয়োগ বাতিল করা হয়। আদেশে বলা হয়, ‘লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার  ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ এতদ্বারা বাতিল করা হলো।’

আরও পড়ুনঃ বিএসএফের গুলিতে জয়ন্ত নামে বাংলাদেশী কিশোর নিহত

আওয়ামী লীগ সরকারের আমলে এ মামলার বিচারে সহায়তা করার জন্য ওই ১৭ জনকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence