বিদেশীদের কণ্ঠেও ‘মুরুব্বি মুরুব্বি উহুহুহু’, যা বলছেন মাওলানা মোস্তাক

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বিদেশীদের কণ্ঠেও ‘মুরুব্বি মুরুব্বি উহুহু

বিদেশীদের কণ্ঠেও ‘মুরুব্বি মুরুব্বি উহুহু © সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে একটি ভিডিওর অংশ ‘মুরুব্বি মুরুব্বি উহু হুহু’। একটি মাহফিলে ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজির মুখে কথাটি প্রথম শোনা যায়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টে নেটিজেনদের মুখে ছড়িয়ে পড়ে কথাটি। দেশে ইতোমধ্যে যা এখন ভাইরাল। তবে শুধু দেশেই না, বিদেশের মাটিতেও ‘মুরুব্বি মুরুব্বি’ অনুসরণ করে ভিডিও করতে দেখা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিদেশে কয়েকজন ছেলে ‘মুরুব্বি মুরুব্বি উহু হুহু’ নিয়ে ভিডিও বানিয়ে রিলস করছে। তারা এই শব্দটা নিয়ে হাসির মাধ্যমে আনন্দও করছে। 

মাওলানা মোস্তাক এই ‘মুরুব্বি মুরুব্বি’ বলার পেছনের গল্প জানিয়ে একটি গণমাধ্যমকে বলেছেন, ‘একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল। সাধারণত এটা আমি এলাউ করি না। যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে। না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায়। আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে। তাই উনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না।’

ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই। এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। সরকারের বদল হওয়ার কারণে যে সব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে। আমি একটা কথা বলেছিলাম, এক লোক বের হয়েছে। দাড়ি কামিয়ে একেবারে সমান। যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে। আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি। এটা মিলে গেছে।’

আরো পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ে যাব না, পদত্যাগও করব না’

তিনি বলেন, ‘এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে ‘মুরুব্বি মুরুব্বি’। গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে। গতকাল গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে ‘মুরুব্বি মুরুব্বি’। তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি। আমরা জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরাপ আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন, হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখপানে। এখানে কোন সংকোচ নাই। আগানোর জন্য থেমে থাকা যাবে না।’

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9