সাবেক মন্ত্রীর পিএসের গোডাউনে কোটি টাকার ত্রাণের মালামাল শাড়ি-লুঙ্গি-কম্বল উদ্ধার

৩০ আগস্ট ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM

© সংগৃহীত

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পিএসের মেহেরপুরে ভাড়া করা গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে শহরের ক্যাশবপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় চারটি ঘরভর্তি কক্ষ তল্লাশি করে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, টিফিন বক্স, ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল খেলার সামগ্রী, হুইলচেয়ারসহ কোটি টাকা মালামাল উদ্ধার করা হয়। 

অভিযান চলাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সরমান আলী বলেন, দেড় বছর আগে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন ছয় হাজার টাকায় বাড়িটি ভাড়া নিয়ে সরকারি মালামাল মজুত করে আসছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাকবোঝাই করে নিয়ে গেছে আবার মজুত করেছেন। সেগুলো পাচার করে বিক্রি করেছে কিনা আমি জানি না। এখানে অনেক মালামাল আছে।

ওই এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, সরকারি মালামাল মজুত করা অন্যায়। বিষয়টি আমরা বিভিন্ন সময়ে দেখলেও সাবেক মন্ত্রীর ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায়নি। 

প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬