মালিকপক্ষের আবেদনে সময় টিভি ৭ দিনের জন্য বন্ধ: আইনজীবি

২০ আগস্ট ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM

© সংগৃহীত

মালিক পক্ষের আবেদনে সময় টিভি ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডভোকেট আহসানুল করীম। আজ মঙ্গলবার (২০ আগষ্ট) সুপ্রিমকোর্ট চত্বরে সাংবাদিকদের এ তথ্য জানান আইনজীবী। 

অ্যাডভোকেট আহসানুল করীম বলেন, সময়টিভির মেজরিটি শেয়ার হোল্ডারদের চাওয়া অনুযায়ী ঝুকিঁ কমানোর জন্য ৭ দিন বন্ধের আবেদন করা হয়। বন্ধের আজকের প্রথম দিন। ৭ দিন পর যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা সম্প্রচার খুলে দেবে বলে জানান। এটা অর্ডার এভাবে দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, সময় টিভির ৮০ শতাংশ যারা মালিক তারা এসে মামলা করেছে। সেখানে একজন শেয়ার হোল্ডার যার তেমন শেয়ার নেই, তার ইচ্ছে অনুযায়ী তো কোম্পানি চলতে পারে না। অনৈতিকভাবে টেলিভিশনকে ব্যাবহার করা হয়েছে, নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে দেওয়া হয়নি। সেগুলোর কারণে ভাঙচুর হয়েছে, প্রাণহানির শংকা থাকায় সম্প্রচার বন্ধ করার আবেদন করা হয়েছে। 

যাদের ২৫ শতাংশ শেয়ার ছিল তারা তৎকালীন সরকারের একজন ঘনিষ্ঠ আত্মীয়সজনকে দিয়ে সময়টিভিকে কন্ট্রোল করতো। যে মেজরিটি শেয়ার হোল্ডার ছিল তাদের ইচ্ছে কখনো প্রতিফলিত হতে দিত না। তাদেরকে ষ্টেশনে আসতে দিত না। ত্রাস সৃষ্টি করে এটা করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার হতে দেখা যায়নি। হাইকোর্টের নির্দেশনা মেনে স্যাটেলাইট চ্যানেলটি সম্প্রচার বন্ধ করা হয়েছে। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।

সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এদিন সকালে রিট আবেদনটি করা হয় বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে। এদিন হাইকোর্ট সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করীম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জোবায়ের। যার শুনানি আগামী ২২ আগস্ট হওয়ার কথা রয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সৃষ্ট পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভিসহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায়। পরে অবশ্য আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন। এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তা আদালতে গড়ায়।

ট্যাগ: আইনজীবী
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
হঠাৎ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে মির্জা আব্বাস
  • ১২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৬ পিকআপ ও ৩২ ভারতীয় গরুসহ আটক ১
  • ১২ জানুয়ারি ২০২৬
এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9