শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান

শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান
শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান  © সংগৃহীত

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ অন্যান্যদের বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় শহরের তুফান কোং মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও  ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম।

এসময় বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও  হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

আরও উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাসর আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ইসমাইল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম হাবলু, ছাত্রনেতা আনারুল ইসলাম, আল আমিন হোসেন, যুবনেতা সুমনুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ