চট্টগ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিতে নিহত ১

০৪ আগস্ট ২০২৪, ০১:২৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেই সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী মো. শহীদ (৪৫)। তিনি চকবাজারের রসুলবাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়েই তিনি নিহত হয়েছেন। তবে, কী ধরনের বুলেটে তিনি বিদ্ধ হয়েছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ অভিযান) আব্দুল মান্নান মিয়া বলেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বহদ্দারহাটে পুলিশ কোনো গুলি ছোড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সরকারি জমি দখল নিয়ে কেন্দুয়ায় সংঘর্ষ, আহত ২৬
  • ০৬ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন? যা বলছে আইপিএল কর্তৃপক্ষ
  • ০৬ জানুয়ারি ২০২৬
ক্ষতিপূরণ পেতে মুস্তাফিজের সামনে যেসব আইনি পথ খোলা থাকছে
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিনা খরচে অক্সফোর্ডে অধ্যয়নের সুযোগ, আবেদন স্নাতকােত্তর-পিএ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভোটগ্রহণের সময় শেষ হলেও বুথে দীর্ঘ লাইন
  • ০৬ জানুয়ারি ২০২৬