ছাত্র হত্যার বিচার দাবিতে গানের মিছিল করবে প্রতিবাদী সংগঠনগুলো

২৯ জুলাই ২০২৪, ১১:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা-মামলা ইত্যাদির বিচার দাবিতে গানের মিছিল করবে প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ। সোমবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।

এতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৩টায় প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে গানের মিছিল করা হবে। মিছিলটি নূর হোসেন চত্ত্বর (জিপিও, জিরো পয়েন্ট) থেকে শুরু করে বাহাদুর শাহ পার্ক অভিমুখে যাবে। সমাজের সর্বস্তরের মানুষকে এ গানের মিছিলে সামিল হওয়ার আহবান জানিয়েছে প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ।

প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষে রয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সঙ্ঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার’৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা- এ পারফরমেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র।  

গানের মিছিলে বিভিন্ন দাবি, শ্লোগান, কার্টুন, মুখোশ, ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হবে। এছাড়া, নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে গানের মিছিলে থাকবেন শিল্পীরা। প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ মনে করে, আন্দোলনকারীদের উপর নির্বিচার গুলিবর্ষণ করে মূলত ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব ও নস্যাৎ করার অপতৎপরতা চালানো হয়েছে।

ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের
  • ২৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পাশে বসা নিয়ে ট্রল, ব্যাখ্য দিলেন ছাত্রদলের র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage