আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী

  © সংগৃহীত

কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। 

এসময় তিনি আরো বলেন, একটা অংশ আন্দোলনে লুটপাট ভাঙচুর করেছে। সে ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত হবে। বিস্তারিত আসছে..

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন বুধবার ও মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। ঢাবি ও জাবিতে পুলিশ হামলা করে। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।


সর্বশেষ সংবাদ