হত্যার শিকার হওয়ার আশঙ্কা ব্যারিস্টার সুমনের, নিরাপত্তাহীনতায় থানায় জিডি

৩০ জুন ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © ফাইল ফটো

অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ কর্তৃক হত্যার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীর একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শনিবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা জিডিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাহিরে বের হবেন না সাবধানে থাকবেন।

তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই বাক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডির আবেদন করেন ব্যারিস্টার সুমন।

জিডিটির তদন্তভার পাওয়া শেরেবাংলা নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুজ্জামান শরীফ বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাধ্যমিকের সব বই ১৫ জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা : এনস…
  • ০৪ জানুয়ারি ২০২৬
কাঠের নৌকায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২৭৩ জন আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিটি ব্যাংক চাকরি, আবেদন স্নাতক পাসেই, কর্মস্থল ঢাকা
  • ০৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
  • ০৪ জানুয়ারি ২০২৬
এইচএসসির ফরম পূরণের নতুন তারিখ জানাল ঢাকা শিক্ষা বোর্ড
  • ০৪ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ জামায়াতের
  • ০৪ জানুয়ারি ২০২৬