চোরাকারবারিদের কাছ থেকে চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক

চোরাকারবারিদের কাছ থেকে চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক
চোরাকারবারিদের কাছ থেকে চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক  © সংগৃহীত

চোরাকারবারিদের কাছ থেকে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মীসহ ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন– রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে সাত বস্তা চোরাই চিনি সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেটে নিয়ে যাচ্ছিল দুই চোরাকারবারি। সেই চিনি চোরাকারবারিদের কাছ থেকে কয়েকজন দুর্বৃত্ত ছিনতাই করে নিয়ে যাওয়ার পথে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ  ৫ জনক আটক করে। এ সময় সাত বস্তা চিনি উদ্ধারসহ দুই চোরাকারবারিকেও আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, আটককৃত ৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence