বেনজীরের যে ক্যারিয়ার ও পারসোনালিটি তাতে কেউ এমনটি ভাবেনি: ওবায়দুল কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৪, ১২:১১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
বেনজীর ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ, এসব কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজীর আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত। সে অপরাধের জন্য তাঁদের শাস্তি পেতেই হবে।
আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘বেনজীর ও আজিজ আওয়ামী লীগের সৃষ্টি’ বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন, এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, আশরাফুল হুদা (পুলিশের সাবেক আইজি) ও সাবেক দুজন পুলিশ কর্মকর্তা রকিবুল হুদা ও কোহিনূর—তাঁরা কাদের সৃষ্টি? দুর্নীতি, লুটপাটের ভবন ‘হাওয়া ভবন’ কাদের সৃষ্টি? তাঁদের বিচার কি বিএনপি করেছে? শেখ হাসিনার সৎ সাহস আছে। সে কারণে দুর্নীতির বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স। আজ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দুজনের নিয়োগ বাতিল হয়েছে। তাদের নিশ্চয়ই কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটেছে।
ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীরের যে ক্যারিয়ার ও পারসোনালিটি, তাতে তাঁকে তো বাইরে থেকে কেউ এমনটি ভাবেননি, এখন যা জানছেন। আপনারা (সাংবাদিকরা) ভাবেননি, কেউ ভাবেনি। আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তাঁর এমন ডিগ্রি আছে, যা অনেক অফিসারের ছিল না।’ তিনি আরও বলেন, ‘আজিজ আহমেদকে তাঁর যোগ্যতার জন্য সেনাপ্রধান করা হয়েছিল। কিন্তু দুর্নীতি করলে তো তাঁকে শাস্তি পেতেই হবে।’
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছোটখাটো ঘটনা ঘটলেও এ নির্বাচনে কোনো প্রাণহানি হয়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে দুর্যোগের পরেও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।