পরীক্ষার জন্য কলম কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় লাশ হল শিশু ইয়াসিন

প্রতীকী  ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় এক স্কুলছাত্র নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ইয়াসিন শেখ বাপ্পি (১০) নামের ওই শিক্ষার্থী রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের খোকন শেখের ছেলে। সে চুমুরদী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে ইয়াসিন শেখ পরীক্ষার জন্য কলম কিনতে যায়। এ সময় মহাসড়কটি পার হতে গেলে মাদারীপুরের দিক থেকে ফরিদপুর অভিমুখী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় ইয়াসিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যায় ইয়াসিন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, হাইওয়ে থানা পুলিশ  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ