৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিবে সরকারি কর্মচারীরা 

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন।   © সংগৃহীত

বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ নবম বেতন স্কেল গঠনের দাবি জানিয়েছে। বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিবেন বলে জানান।  আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, নবম জাতীয় বেতনস্কেল ঘোষণা, কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু, সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু টাইমস্কেল, সিলেকশন গ্রেড, অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখতে জোর দাবি জানানো হয়। 

সমিতির মহাসচিব মো. ছালজার রহমান বলেন, ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল দেওয়া হয়। বিগত সময়ে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণ্যের দাম শতভাগ বেড়েছে। এতে কর্মচারীরা অর্থকষ্টে জীবন-যাপন করছেন। 

সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, ‘আগামী ২১ মে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হবে। ২৬-৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং ১ জুন প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence