তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন, ঈদের দিন তাপমাত্রা কেমন থাকবে?

সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে
সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে  © প্রতীকী ছবি

অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এমন আবহাওয়ার মধ্যেই আগামী বুধ কিংবা বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হতে পারে। এ দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম। ঈদের দিনও তীব্র তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে রোববার এবং সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

এরপর মঙ্গলবার থেকে ফের গরম বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈশাখের এক সপ্তাহ আগেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গত বছর একই রকম তাপমাত্রা ছিল রাজধানী ঢাকায়। 

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বাংলাদেশে এপ্রিল উষ্ণতম মাস। ১১ দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তিন দিন ধরে এর তীব্রতা বেশি। অনেক দিন বৃষ্টি নেই। বাতাসে জলীয় বাষ্পও নেই। এ পরিস্থিতিতে তাপমাত্রা বাড়ছে। আরও দুয়েক দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

চৈত্রের শেষ সপ্তাহে তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে পারে। তবে তা স্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের সময় একই তাপমাত্রা থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ চলছে চুয়াডাঙ্গায়। এতে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, শনিবার দুপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বিকেল ৩টায় দাঁড়য় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

আরো পড়ুন: সোমবার বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো অন্ধকার!

তিনি জানান, এপ্রিলের শুরু থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এমন থাকতে পারে। চুয়াডাঙ্গায় এ মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে। এমন থাকবে কয়েক দিন। দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে এ অঞ্চলে তেমন সম্ভাবনা নেই।

তীব্র গরমে রোজাদারসহ সবাই হাঁপিয়ে উঠেছে। প্রাণিকূলের অবস্থা হাঁসফাঁস। ঈদের কেনাকাটা জমে উঠলেও গরমের কারণে দিনের বেলায় লোকজন তেমন বের হচ্ছেন না।মাঠে কৃষিকাজের ব্যাঘাত ঘটছে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকারের ভাষ্য, তাপপ্রবাহ দীর্ঘায়িত হলে ক্ষতির মুখে পড়বে আম ও লিচুর আবাদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence