বিটিসিএলের তিন সার্ভারে ত্রুটি, বহু ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ০২:১৩ PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে হঠাৎ করেই দেখা দিয়েছে ত্রুটি। ফলে মঙ্গলবার (২ এপ্রিল) রাত থেকে এসব ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত কোনো সরকারি-বেসরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।
তবে এ সমস্যার কারণে দু:খ প্রকাশ করে ত্রুটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিটিসিএল। বুধবার (৩ এপ্রিল) বিটিসিএলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিটিসিএলের বিডি (bd) ডোমেইনে কারিগরি ত্রুটি সার্ভিস চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে শীঘ্রই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের বিডি (bd) ডোমেইন সার্ভিস আজ সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।
ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, যেসব ওয়েবসাইটের শেষে ডট গভ ডট বিডি, ডট বাংলা বা ডট কম ডট বিডি রয়েছে সেগুলো বিটিসিএলের সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। দেশের প্রায় সবগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইট এসব ডোমেইন দিয়ে বানানো। ফলে সেগুলোতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।
এছাড়াও ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, ইভ্যালি ও সংবাদ সংস্থা ইউএনবিসহ বহু বেসরকারি ওয়েবসাইট এসব ডোমেইন দিয়ে নিয়ন্ত্রণ করায় সেগুলোতেও প্রবেশ করা যাচ্ছে না।