বুয়েট ইস্যুতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটে ইস্যুতে সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। 

সোমবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী আধুনিক, স্মার্ট ও পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং উদ্ভূত পরিস্থিতির ওপর আলোকপাতের উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আরও পড়ুন: বু‌য়ে‌টে ছাত্ররাজনী‌তি চান না আবরার ফাইয়াজ

এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ‘জরুরি বিজ্ঞপ্তির’ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা ক্যাম্পাসকে ছাত্ররাজনীতি মুক্ত রাখতে শিক্ষকদের পাশে চেয়েছেন। সোমবার (১ এপ্রিল) বিকেলে বুয়েট ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ