মাত্র পাঁচ মাসেই হাফেজ ৯ বছর বয়সী তাহসিন

০২ এপ্রিল ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
হাফেজ তৌহিদুল হাসান তাহসিন

হাফেজ তৌহিদুল হাসান তাহসিন

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। নয় বছর বয়সী তাহসিন নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হতে এই মাদরাসা ভর্তি হয়।

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের চার সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান।

তাহসিন বলেন, কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া পেয়েছি। আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমন আমিও দিন এবং রাতে পড়েছি। যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি।

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানী ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরো বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই ছাত্র যেন একজন ভাল আলেম হতে পারে। একই সাথে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিজিপিএ-৩.৯৮ পেয়ে স্নাতকে প্রথম হল সংসদের জিএস ও শিবির নেতা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র যাচাই শেষে ইসির প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী ১৮…
  • ০৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাক্ষাৎ
  • ০৪ জানুয়ারি ২০২৬
শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, কী বলছেন বিশেষজ…
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে’
  • ০৪ জানুয়ারি ২০২৬