প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হল না শিশু আরাফাতের

৩০ মার্চ ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকচাপায় আরাফাত (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার ছেলে ও স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় আরাফাত। পড়া শেষে হেঁটে বাসার দিকে ফিরছিল সে। এ সময় বাড়ির সামনে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওভারটেক করতে গিয়ে ঐ শিশুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের বাবা সোহেল বলেন, প্রাইভেট পড়ে আমার ছেলে রাস্তার এক সাইড দিয়েই বাড়ি ফিরেছিল। ট্রাকটি ওভারটেক করতে গিয়ে আমার ছেলের ওপরে তুলে দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই সাদেকুজ্জামান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।  ঘাতক ট্রাকটি আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬