ঢাবিতে সুবিধা বঞ্চিতদের নিয়ে ইফতার

ইফতার বিতরণ
ইফতার বিতরণ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে সম্প্রীতির ইফতার আয়োজন করেছে ডিইউ ড্রিমার্স। এ সময় ৩৫০ জন সুবিধাবঞ্চিত ও পথশিশুর মধ্যে ইফতার বিতরণ করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনের সহযোগিতায় ছিল আসপেক্ট সিরিজ ও ম্যাথ  হেটার্স। 

ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আসপেক্ট সিরিজের প্রধান সম্পাদক মো. হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিইউ ড্রিমার্সের কর্ণধার রাফায়েতুজ্জামান বাপ্পি ও ম্যাথ হেটাস এর কর্ণধার রফিকুজ্জামান রাফি।

মো. হোসেন আলী বলেন, ইসলাম মানবতার ধর্ম। সাম্যের কথা বলে। ইসলাম বরাবরের মতো অসহায় মানুষদের পাশে থাকার জন্য উৎসাহ দিয়েছে। ইসলামের সেই কথা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে।

ডিইউ ড্রিমার্সের কর্ণধার রাফায়েতুজ্জামান বাপ্পি বলেন, আমরা প্রতিবছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকি। এ বছর সারা দেশের ২০টিরও বেশি স্পটে আমাদের ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence