কলেজ গেটের সামনে গলানো হচ্ছে বিটুমিন

২১ মার্চ ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
কলেজ গেটের সামনে গলানো হচ্ছে বিটুমিন

কলেজ গেটের সামনে গলানো হচ্ছে বিটুমিন © টিডিসি ফটো

কেন্দুয়া পৌরসভার সাজিঊড়া সড়কের পার্শ্বে অবস্থিত পারভিন সিরাজ মহিলা কলেজ। কলেজটির সামনের সড়কের পাশে খালি জায়গা দখল করে রাস্তায় নির্মাণ সামগ্রী রেখেছে ইকবাল ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই জায়গায় পরিবেশ দূষণকারী পদার্থ পুড়িয়ে বিটুমিন গলানো ও মিক্সিং করায় দুর্গন্ধ,কালো ধোঁয়া ও বিকট শব্দে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান ব্যাহত হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায় কলেজের গেটের সামনে বিটুমিন ও পাথর মিক্সিং করতে রাবার প্লাস্টিকের পুরোনো জিনিসপত্র, ছেঁড়া কাঁথা কালো ধোঁয়া সৃষ্টি করে পরিবেশ নষ্ট করছে। চারদিকে দুর্গন্ধ, কালো ছাই উড়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছে। এতে শিক্ষার্থীদের বাইরে বের হতে অসুবিধা হচ্ছে। কালো ধোঁয়া নির্গত হওয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। মিক্সচার মেশিনের বিকট শব্দে তৈরি করছে শব্দ দূষণ। 

তবে কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম পরিবেশ দূষণের বিষয়টি স্বাভাবিক বলে জানিয়েছেন। বিষয়টি মেনে নিয়েছেন এবং এতে কোন সমস্যাও দেখছেন না তিনি।

যদিও এ ধরনের পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে সব সচেতন মহল উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। এ ব্যাপারে ইকবাল ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার নির্মাণ সামগ্রী রেখে এবং পরিবেশ দূষণকারী বিভিন্ন পদার্থ পুড়িয়ে শব্দ ও পরিবেশ দূষণ করছে এ ধরনে কোনো অভিযোগ পায়নি। তবে এ ব্যাপারে খোঁজখবর নিবেন বলে জানান তিনি।

ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬