খেজুর-বরই নিয়ে বিতর্কের মুখে সুর বদলালেন শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন  © ফাইল ছবি

ইফতারিতে বরই খাওয়ার পরামর্শ দিয়ে সম্প্রতি বক্তব্য দিয়েছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সে বক্তব্য নিয়ে ব্যাপক চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে। শুরু হয় তীব্র সমালোচনা। এবার সমালোচনার মুখে সুর পাল্টালেন শিল্পমন্ত্রী। তার দাবি, তিনি ইফতারে খেজুর বাদ দিতে বলেননি। বলেছেন বিদেশি ফলের সাথে দেশি ফল যেমন বরই রাখতে।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর তেঁজগাওয়ে বিএসটিআইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন শিল্পমন্ত্রী। সেখানে খেজুর-বরই বিতর্ক নিয়ে শিল্পমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমি বলেছি খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশীয় ফল দিয়ে সাজান। আমি বলেছি- আপেল সবকিছু মিলে..। এ সময় এক সাংবাদিক মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আপনি তো এসব উচ্চারণ করেননি সেসময়। জবাবে মন্ত্রী বলেন, আমি খেজুরের নাম উচ্চারণই করিনি। কাজেই সেটি তো প্রশ্ন ওঠে না।

তিনি বলেন, ‘খেজুরের পরিবর্তে নয়, আমি খেজুরের সঙ্গে বরই খাওয়ার কথা বলেছিলাম। আমার বক্তব্য অপব্যাখ্যা করা হয়েছে। এ নিয়ে সাবেক তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনু বক্তব্যও মিস ইন্টারপ্রেট করা হতে পারে। এগুলো মিডিয়ার তৈরি। যারা কারসাজি করতে চায়, তারা সরকারকে বিব্রত করতে নানাভাবে এ কাজ করছে।

এর আগে, গত ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন? ইফতার পার্টি তো বলেই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা।

শিল্পমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি বরই দিয়ে ইফতার করব, আর তুই খেজুর আর আঙুর খাবি?’ ইনুর এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ সময় তিনি হাসানুল হক ইনুর বক্তব্যের ব্যাখা দেন। বরই খাওয়ার পরামর্শের প্রসঙ্গ টেনে রাজশাহীর এক অনুষ্ঠানে ইনু শিল্পমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেছিলেন, গরিব মানুষ বরই খাবে। আর তুমি আঙুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না।

বিষয়টির ব্যাখ্যায় শিল্পমন্ত্রী বলেন, পুরো বিষয়টাকেই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ইনুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বিতর্ক মিডিয়ার সৃষ্টি। ইনুর কাছে ‍তার বক্তব্যের ভুল ব্যাখ্যা গেছে।

এদিকে, শিল্পমন্ত্রী নিজের বক্তব্যকে অপব্যাখ্যা দাবি করলেও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা তার পার্সোনাল ওপিনিয়ন। তিনি কথায় কথায় বরই খাওয়ার কথা বলে ফেলেছেন। এটা দলের কোনো ইস্যু না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence