নেত্রকোনায় এতিম শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
নেত্রকোনায় এতিম শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন

নেত্রকোনায় এতিম শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন © টিডিসি ফটো

নেত্রকোনা সরকারী শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। আর এমন উৎসবে গ্রামীণ পিঠার সাথে পরিচয় ঘটেছে শিশু পরিবারের শতাধিক সদস্যের। 

উৎসবে জেলা প্রশাসক শাহেদ পারভেজ নিজ হাতে শিশুদের মুখে পিঠা তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় শিশু পরিবারে থাকা বিভিন্ন বয়সের শিশুদের মাঝে এক পারিবারিক আবহের সৃষ্টি হয়। আনন্দে ডুবে যায় সকল শিশুরা।

নেত্রকোনা জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে সরকারী শিশু পরিবারে (বালক) সমাজ সেবার সহযোগিতায় এতিমখানার উপ তত্ত্বাবধায়কের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই শীতকালীন পিঠা উৎসব।

বাহারি ধরনের শীতের পিঠা বানিয়ে আনন্দ পেয়েছে শিশুরাও। পরিবারের শিশুদের নিয়ে কর্তৃপক্ষ ১৪ ধরনের পিঠা বানানোর আয়োজন করেন। আর এ আয়োজন চলে কয়েকদিন ধরে। 

শিশুরা বাহারি ধরনের পিঠা খেয়ে আনন্দে আত্মহারা। নিজ পরিবারের আবহে এই আয়োজন হয় প্রতিবছর। আর এতে করে মানসিক বিকাশ ঘটে শিশুদের মাঝে। তারা নিজেদেরকে আলাদা করে ভাবার সুযোগ পায় না। তাদের মাঝে যেন পারিবারিক পরিবেশ বিরাজ করে। শিশুরা যেন ফিল করতে না পারে তারা পরিবারের সাথে থাকে না এটাও ভাবেন আয়োজকরা।

পিঠা উৎসবে শুধু মাত্র খাওয়াতেই সীমাবদ্ধ থাকে না। তারা গান নৃত্য করে নিজেরা আনন্দে ভাসে। বিকাল থেকে উৎসবের খাওয়া ও গান নৃত্যের আনন্দ চলে রাত পর্যন্ত।

শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মো. তারেক হোসেন জানান, শিশুরা এখানে কোনোভাবেই একা মনে করে না। তাদের মন মানসিকতা যেন উন্নত থাকে সে জন্য সকল আয়োজন আমরা করে থাকি। আজকের উৎসবে সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক শাহেদ পারভেজ উপস্থিত ছিলেন।


সমাজ সেবার উপ পরিচালক মো. আলাল উদ্দিন বলেন, এতে দেখা যাচ্ছে যে শিশুদের ভেতরে যে পারিবারিক বন্ধন সেটি দৃঢ় হয় এবং তারা পারিবারিক আমেজ পায়। এতে মানসিক বিকাশ ঘটে। তারা যেন সব জায়গায় সম্পৃক্ততা তৈরি হয়। একে অন্যকে পিঠা বিলি করে আনন্দও পায়। শুধুমাত্র পিঠা উৎসব হয় না। এই শিশুদের জাতীয়সহ ঋতুভিক্তিক উৎসব ও খেলাধুলায় সম্পৃক্ত করার কারণ হচ্ছে তারা যেন নিজেরা সমৃদ্ধ হয়।

ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬