দ্বাদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে কনিষ্ঠ এমপির নাম জানা গেল

যশোর-৬ আসন থেকে নির্বাচিত আজিজুল ইসলাম
যশোর-৬ আসন থেকে নির্বাচিত আজিজুল ইসলাম  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ যশোর-৬ আসন থেকে নির্বাচিত আজিজুল ইসলাম। মাত্র ২৮ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল ২৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়েছিলেন।

যশোর-৬ (কেশবপুর) আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তিনি। এ আসনে তিনি পরাজিত করেন হেভিওয়েট প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন। ওই পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘সার্টিফিকেটে আমার জন্ম ১৯৯৫ সালে। সেই হিসেবে বর্তমান বয়স ২৮ বছর। এই বয়সে জনগণ সেবা করার সুযোগ দিয়েছেন, এতে আমি কৃতজ্ঞ। আমি তাদের প্রত্যাশা পূরণের শতভাগ চেষ্টা করব।’ 

যশোর-৬ আসনে একাদশ সংসদের সদস্য ছিলেন শাহীন চাকলাদার। এবারও তিনি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজিজুল ইসলাম ঈগল প্রতীকে পান ৪৮ হাজার ৯৪৭ ভোট। দলের জেলা সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার পান ৩৯ হাজার ২৬৭ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন কাঁচি প্রতীকে পান ১৭ হাজার ২৫৫ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসান পান মাত্র ৪১৮ ভোট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence