দুই মাস ১৪ দিন পর বিএনপির কার্যালয় খুলছে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
দীর্ঘ দুই মাস ১৪ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলছে আজ বৃহস্পতিবার। এদিন দুপুর ১টায় কার্যালয়ের গেটের তালা খোলা হবে। বেলা ৩টায় সংবাদ সম্মেলন করবে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন।
গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তবে এর চাবি কার কাছে, তা নিয়ে রহস্য কাটেনি। এ নিয়ে প্রথম থেকেই পুলিশ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছে।