স্বতন্ত্ররা জোট করে বিরোধী দল হতে পারেন: আইনমন্ত্রী

১০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক © সংগৃহীত

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করায় সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনে না আসায় আওয়ামী লীগের বিপরীতে এবার দাপট দেখিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। 

নির্বাচনে ৬২টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। ফলে সংসদে বিরোধী দল কে হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এ বিষয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নির্ভর করছে স্বতন্ত্র সংসদ সদস্যদের অবস্থানের ওপর।

তিনি বলেন, স্বতন্ত্ররা যদি মনে করেন, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটা নির্দিষ্টসংখ্যক আসন প্রয়োজন। স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে। ৬২টি আসনে তারা জয়ী হয়েছেন। তারা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করতে পারবেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা জানা যাবে।

স্বতন্ত্ররা তো আওয়ামী লীগেরই, তাহলে বিরোধী দলও একই দলের হয়ে গেল কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, তারা আওয়ামী লীগ হিসেবে নির্বাচিত হননি। কাজেই স্বতন্ত্ররা আওয়ামী লীগার এটা মুখের কথা হলেও আইনের কথা না। তাদের স্বাধীনতা আছে। তারা যদি একটা মোর্চা করেন, তখন বিরোধী দল কারা হবেন তা নিশ্চিত হওয়া যাবে।

নতুন সরকার গঠনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল। নতুন সরকার যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব পালন করবে। এ জন্য কোনো সময়সীমা নেই। কিন্তু রীতি হিসেবে, শপথ নেওয়ার পাঁচ-সাত দিনের মধ্যে নতুন সরকার ঘোষিত হয় এবং শপথ নেয়। নির্বাচন কমিশন নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করার ৭২ ঘণ্টার মধ্যে শপথ নিতে হবে এমপিদের।

এর আগে সংসদে বিরোধী দল কারা হবে তা নিয়ে গত সোমবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্যা হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এটা নতুন সরকার বসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন।

স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জনগণের প্রতিনিধি, তারা নির্বাচিত। এই নির্বাচিত সদস্য হিসেবেই সংসদে বসবেন তাদের ভূমিকা পালন করবেন। এছাড়া অন্য কিছু এই মুহূর্তে ভাববার অবকাশ নেই।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬