ছাত্রনেতা থেকে এমপি

ছাত্রলীগের দুই কমিটির ছয় নেতা সংসদে

০৮ জানুয়ারি ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ছাত্রলীগের দুই কমিটির ছয় নেতা সংসদে

ছাত্রলীগের দুই কমিটির ছয় নেতা সংসদে © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের দুই কমিটির ছয় সাবেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন। আরেকজন সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে আইকন হয়ে উঠেছেন। সাবেক ছাত্রনেতার পাশাপাশি তাদের আরেকটি পরিচয়—তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

এই ছয় নেতার মধ্যে পাঁচ জন এবারই প্রথম সংসদ সদস্য হলেন। একজন গেল বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত উপ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। তাদের মধ্যে চারজন নৌকা প্রতীক নিয়ে এবং বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। রিপন-রোটন (২০০৮-১১) এবং সোহাগ-নাজমুল (২০১১-১৫) কমিটিভুক্ত ছিলেন সকলে।

বিশ্লেষণে দেখা যায়, স্থানীয় বা জাতীয় রাজনীতিতে অবদান-ভূমিকা রাখার স্বপ্ন থাকে প্রায় সব ছাত্রনেতার। কিন্তু সে স্বপ্ন ও লক্ষ্য পূরণ হয় খুব কম জনেরই। বিশেষ করে এমপি হওয়ার প্রতিযোগিতায়  স্থানীয় রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে পারেন না অনেকে। যারা এ রাজনীতি ও নির্বাচনে সফল হন তারা এগিয়ে থাকা রাজনীতিক।

ছাত্রনেতা থেকে এমপি হলেন যারা
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফারজানা রাব্বী বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। রিপন ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য। 
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ আসনে ১৪৩টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট। সোহাগ ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার সহকর্মী সাধারণ সম্পাদক ছিলেন সিদ্দিকী নাজমুল আলম। ২০১১ সালের ১১ জুলাই ছাত্রলীগের এই কমিটি গঠিত হয়।

হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন। অন্য সাবেক ছাত্রনেতারা নৌকা নিয়ে জয় পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে বিজয়ী হন তিনি। সুমন ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগেও দায়িত্ব পালন করেন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে কলার ছড়ি মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. আশরাফুর রহমান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। আশরাফুর সাবেক উপজেলা ‌চেয়ারম‌্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হবিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। রুয়েল সোহাগ-নাজমুল কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৮৬ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান বঙ্গবাসী ১২ হাজার ৬৮৪ ভোট। পলাশ ছিলেন ছাত্রলীগের একই কমিটির উপ-আইন সম্পাদক।

এদিকে ছাত্রলীগ নেতা থেকে এমপি হওয়া নেতাদের অভিনন্দন জানাচ্ছেন তাদের সতীর্থরা। পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারাও ভবিষ্যৎ রাজনীতিতে অনুপ্রেরণা পাচ্ছেন বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসা নিশ্চিত করল আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার ক্ষমতায় বসতে যাচ্ছে দলটি। ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল এতে অংশ নেয়। তার মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র পাঁচটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি ২৩টি দলের কোনও প্রার্থী জয়ের দেখা পাননি। আওয়ামী লীগের পরে সম্মিলিতভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬