ওসিকে হুমকি, চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

০৭ জানুয়ারি ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান

আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান © ফাইল ফটো

থানায় এসে ওসিকে হুমকি দেওয়ার পর চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। আজ রবিবার বিকেল ৪টায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে বিকেল তিনটা ৪৫ মিনিটে কমিশন তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়। এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলাও ছিল। 

এই আসনে ভোটগ্রহণ চলবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ চলবে। তিনি ছাড়া আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন।

জানা যায়, আজ দুপুরে বাঁশখালী থানায় এসে ওসি তোফায়েল আহমেদকে ধমকান নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। পরে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage