বেলা বাড়লেও বরিশালের কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম

বরিশালের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারের উপস্থিতি কম
বরিশালের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারের উপস্থিতি কম  © টিডিসি ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বরিশাল-৫ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে তেমন ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি।

এদিকে সদর আসনের আসনের নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সকাল ৯টায় নগরীর ১৬ নম্বর ওয়ার্ড নবআদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময়ও ভোটার উপস্থিতি ছিল কম।

এর আগে সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের এলাকা চরবাড়িয়া ইউনিয়নের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কিছু ভোটারের উপস্থিতি দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া বরিশাল-২ ও ৫ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে সরে গেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পুরো জেলায় নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন। আর নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। ৮২৭টি কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন: ভোটকেন্দ্রে যেতে বাধা বিএনপির, পুলিশের সঙ্গে সংঘর্ষ

৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশের সদস্যরা। মধ্যে প্রতি আসনে র‌্যাবের দুটি করে ১২টি টহল টিম, মেট্রোপলিটন এলাকায় বিএমপি পুলিশের এক হাজার ২৮০ জন সদস্য এবং পুলিশের দুই হাজার ১৭৩ জন সদস্য নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া ১০ হাজার ৯২ জন আনসার সদস্যের মধ্যে ভোটকেন্দ্রে ৯ হাজার ৯২৪ জন, সেনাবাহিনীর ৬০৮ জন, বিজিবির ১৭ প্লাটুন, কোস্টগার্ডের ১৫৯ জন নিয়োজিত রয়েছে। কোস্টগার্ড নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জের ১০টি ইউনিয়নে কাজ করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence