নির্বাচনের দিন চলাফেরায় নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ AM
বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার (৭ জানুয়ারি)। নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে ভোটের দিন দূতাবাস সব ধরনের পরিষেবা বন্ধ রাখবে। গত বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশিত হয়।
সতর্কবার্তায় বলা হয়, ‘ভোটের দিন (৭ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের সেবাদান বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও যেকোনো মুহূর্তেই পরিস্থিতি সাংঘর্ষিক ও সহিংস হয়ে উঠতে পারে।’
এতে আরও বলা হয়, ভোটের দিনে অথবা ভোটের পরের কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরে কোনো ধরনের আগাম সতর্কবার্তা বা অল্প সময়ের সতর্কতার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটতে পারে। দূতাবাস বলেছে, ‘এসব কারণে যেকোনো ধরনের বড় জমায়েত দেখলে এর আশপাশের এলাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত।’
আরও পড়ুন: ‘বাচ্চাসহ বউ পুড়ে গেছে আমি বের হয়ে আর কী করব’
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা, স্থানীয় ঘটনাবলি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি হালনাগাদ তথ্য পেতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের প্রসঙ্গে বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী বসবাস, কাজ এবং ভ্রমণ করেন। তাদের চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের অধীন। বিক্ষোভ ও নাগরিক অস্থিরতার সময় এই ভ্রমণ বিধিনিষেধ বাড়ানো হতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় দূতাবাসের সেবা বিঘ্ন হতে পারে।