সরকারের কাছে দেশ ও জনগণের কোনো মূল্য নেই: নুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভেবেছিলাম বিদেশের চাপে সরকার হয়তো রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে। কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্য নেই। তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় নির্বাচন ঠেকাতে আগামী ৬ জানুয়ারি সারাদেশে হরতাল এবং ৭ তারিখ ভোটগ্রহণের দিন সারাদেশে গণকারফিউ পালন করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।
নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, এই সরকার একতরফা প্রহসনের নির্বাচন করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ভারতের সঙ্গে মিশে সরকার যে নির্বাচন করছে তা বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।