বরিশালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতেছে শিশুরা

বরিশালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতেছে শিশুরা
বরিশালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতেছে শিশুরা  © সংগৃহীত

সারাদেশে সঙ্গে বই উৎসবের আনন্দ ভাগভাগি করে নিচ্ছে বরিশালের শিক্ষার্থীরাও।বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে দারুণ খুশি বরিশালের প্রাইমারী, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি শিক্ষক এবং অভিভাবকরাও। একই পরিবেশ ছিল বরিশাল জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। 

এসময় নতুন বই নিয়ে তাদের শৈশবের স্মৃতি তুলে ধরে বক্তারা বলেন, বর্তমানে প্রজন্মের ছেলে-মেয়েরা বইয়ের প্রতি আসক্ত না। তারা মোবাইল, ফ্রি-ফায়ার,পাবজি সহ নানান গেমের প্রতি বেশি আসক্ত। তাদের বইয়ের প্রতি আসক্ত হওয়ার আহ্বান জানান। 

এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিয়েতে উৎসাহিত না করার আহ্বান জানান।

এরপর তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। নতুন বই হাতে নিয়ে উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

এ বছর বরিশাল জেলার ৬ হাজার ২৪১টি প্রাইমারী স্কুলের ১১ লাখ ৬২ হাজার ৫৭২জন শিক্ষার্থীর মাঝে ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২পিস বই বিতরণ করা হয়। এছাড়া ২ হাজার ৩৯৩টি মাধ্যমিক ও মাদ্রাসার ১৪ লাখ ৮৭ হাজার ২৮৩জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ১০ লাখ ৭০ হাজার ৯৮৫পিস বই বিতরণ করা হয়।

বই উৎসবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক আনোয়ার হোসেন ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন: রাবির দুই স্কুলে বই উৎসবের উদ্বোধন করলেন উপাচার্য

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে এমন শিক্ষার্থীর সংখ্যা— প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ লক্ষ ৯৬ হাজার ৯৩৯ জন, প্রাথমিক স্তরের ১ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার৫৯৪ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জন।

অর্থাৎ সরকারের পরিকল্পনা অনুযায়ী এ বছর সারাদেশের সর্বমোট ২ কোটি ১২ লক্ষ ৫২ হাজার ৬ জন শিক্ষার্থীর মাঝে  ৯কোটি ৩৮ লক্ষ ৩ হাজার ৬০৬ টি বই বিতরণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence