শিক্ষকদের নৌকার প্রচারণা চালাতে বাধ্য করা অভিযোগ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

২২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার

শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার © সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উচ্চ বিদ্যালয়গুলোর শিক্ষকদের নৌকার পক্ষে প্রচারণা চালাতে এবং ভোট দিতে চাপ দিচ্ছেন বলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মো. আরিফ সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষকসহ স্থানীয়রা। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ সরকার একজন সরকারি চাকরিজীবী হয়েও সিরাজগঞ্জ-৫ আসনের নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার পক্ষে প্রচারণা চালাতে এবং ভোট দিতে চাপ সৃষ্টি করছেন। এতে শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। 

অভিযোগকারীদের প্রধান হযরত আলী বলেন, একজন সরকারি চাকরিজীবী তাঁর পদে থেকে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া মানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা। চৌহালী আসনে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুতার পক্ষে তিনি অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। 

তিনি আরও বলেন, তাঁকে বদলি করা না হলে চৌহালীতে সুষ্ঠু নির্বাচন হবে না।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

জানতে চাইলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, অভিযোগের কপি পেয়েছি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬