প্রার্থিতা ফিরে পেলেন জাবির সাবেক ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
নির্বাচন কমিশনে আপিলে জিতে নেত্রকোনা-৫ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
এর আগে ৩ ডিসেম্বর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ অভিযোগে মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর অধ্যাপক আনোয়ার হোসেন মনোনয়নপত্র বাতিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আপিল করার তারিখ ছিল। আজ ১০ ডিসেম্বর আপিলের নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য ২০ নভেম্বর জাসদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অধ্যাপক আনোয়ার হোসেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, জাসদহ ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টির প্রতি জনগণের তেমন আস্থা তৈরি হয়নি। চাকরি থেকে অবসরের পর তিনি জাসদে যোগ দিলেও সব সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
প্রার্থিতা ফিরে পাওয়ার রোববার তিনি বলেছেন, প্রার্থিতা যখন বাতিল হল, তখন শোকের ছায়া ছিল। আজ প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়ত অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবে কিনা, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কিনা, এটা হল চ্যালেঞ্জ।
আর রোববার প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি বলেন, এখন পর্যন্ত যেটা দেখছি, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে। সেগুলোর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন হয়ত মানুষ আশ্বস্ত হবে।
নেত্রকোণা-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন। তার বদলে এবার এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে।