নতুন শিক্ষাক্রমে কোচিং বাণিজ্য ব্যাপকভাবে বাড়বে: মানববন্ধনে অভিভাবকরা

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ
নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ  © সংগৃহীত

প্রস্তাবিত শিক্ষাক্রমে বিদ্যালয়ের শিক্ষকের হাতে মূল্যায়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর ফলে কোচিং বাণিজ্য বন্ধ হবে, বলা হচ্ছে। কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় বিদ্যালয়ের শিক্ষকদের হাতে কোচিং বাণিজ্যকে আরও ব্যাপকভাবে বৃদ্ধির ক্ষমতা অর্পণ করা হচ্ছে। এমন মন্তব্য করেছেন সচেতন অভিভাবক সমাজের আহ্বায়ক মো. আবু মুসলিম বিন হাই।

শুক্রবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে ‘কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী’ অভিহিত করে ‘সচেতন অভিভাবক সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সচেতন অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্যে আহ্বায়ক মো. আবু মুসলিম বিন হাই বলেন, যেহেতু, এ মূল্যায়ন পদ্ধতিতে কাগজ-কলমে লিখিত কোনও প্রমাণপত্র থাকছে না, তাই শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষক সর্বনিম্ন পর্যায়ের মূল্যায়ন করলেও কোনও শিক্ষার্থী বা অভিভাবকের পক্ষে একে চ্যালেঞ্জ করা সম্ভব হবে না। শিক্ষা কারিকুলামে, পরীক্ষার মোট নম্বরের সিংহভাগ শুধু শিক্ষকের মূল্যায়নের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। যৎসামান্য কিছু অংশ বাস্তব পড়া বা লেখার জন্য বরাদ্দ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা বই থেকে দূরে সরে যাবে। তারা বাস্তবতার বিপরীতে শূন্য জ্ঞান এবং শূন্য মেধায় সার্টিফিকেট অর্জন করবে।

মানববন্ধনে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবদের উপস্থিতিতে তিনি আরও বলেন, ‘নতুন কারিকুলামের পক্ষে বলা হচ্ছে যে— এ কারিকুলামের ফলে গাইড ব্যবসা বন্ধ হবে। অভিভাবকরা গাইড ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত হবে। কিন্তু বাস্তবে তার উল্টোটা হয়েছে। অতীতে সৃজনশীল পদ্ধতি চালু করার পর দেখা গেছে— বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই পদ্ধতিটি বুঝে উঠতে পারেনি। ফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে বিদ্যালয়ের শিক্ষকরা বাজার থেকে গাইড কিনে এনে সেই গাইড থেকে কপি করে, তা দিয়ে পরীক্ষা গ্রহণ করতেন। আর এ ক্ষেত্রে তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের বাজার থেকে নির্দিষ্ট কোম্পানির গাইড কিনতে উৎসাহিত করতেন। তাই গাইড ব্যবসা বন্ধ না হয়ে বরং বৃদ্ধি পেয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence