বাসের ধাক্কায় লেগুনার পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় © সংগৃহীত
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছে। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা পাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায় নি।
দুর্ঘটানায় আহত হয়েছেন তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি জানান, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।