আমি অভিনয়শিল্পী থেকে নারী উদ্যোক্তা হয়েছি শেখ হাসিনার কারণে: নিপুণ

শাহবাগে মানববন্ধন করেন তারকারা।
শাহবাগে মানববন্ধন করেন তারকারা।   © টিডিসি ফটো

অভিনয় শিল্পী নিপুণ আক্তার বলেন, ‘শেখ হাসিনাতেই তো আমাদের আস্থা। কারণ, আজ আমি অভিনয়শিল্পী থেকে নারী উদ্যোক্তা হয়েছি একমাত্র তাঁর কারণে। শনিবার ( ১৮ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারকাদের সমাবেশ করেছে শিল্পী সমাজ। 'অবিলম্বে দেশে আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে' এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করেন তারা। সেখানে বক্তব্য রাখেন এই অভিনয় শিল্পী।

তিনি আরো বলেন, আজ যাঁরা নারী উদ্যোক্তা হয়েছেন, তার অন্যতম কারণ শেখ হাসিনা। হরতাল-অবরোধের কারণে আমাদের কর্মচারীরা কারখানায় আসতে পারছেন না। বাসে উঠতে ভয় পাচ্ছেন, এ কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। হরতাল-অবরোধ আমরা চাই না।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘হরতাল-অবরোধ অভিধান থেকে হারিয়ে গিয়েছিল। সেই শব্দগুলো আবার ফিরে এসেছে। আমার বাচ্চারা যখন জিজ্ঞাসা করে, “আমরা শুক্র-শনিবার কেন পরীক্ষা দেব? রোববারে কেন অনলাইন ক্লাস করব?” এই শিশুরা বেড়ে উঠছে, এতে তারা কী শিক্ষা নিয়ে বেড়ে উঠছে! অগ্নিসন্ত্রাস, বর্বরতা! এমনিতেই করোনার দুই বছর আমরা অনেক পিছিয়ে গেছি। একজন মানুষের সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে গেছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমরা এখানে উপস্থিত হয়েছি তার একমাত্র লক্ষ্য, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে পারি এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে তাঁকে জয়যুক্ত করতে পারি। আমরা শিল্পীরা সবাই নিজ নিজ জায়গায় থেকে যা যা করা দরকার, আমরা মাঠে থাকব। প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমরা চাই না, বিএনপি আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করুক।’

সমাবেশে উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence