এক্সপ্রেসওয়ের আইল্যান্ডের সাথে বাসের ধাক্কা, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে ধাক্কা দেয়
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে ধাক্কা দেয়   © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।

আজ শুক্রবার সকালে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ এসব তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে মাসুদ রানা (৪০) নামে একজনের নাম জানা গেছে। বাকি জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন- বরিশালের নাজিরপুরের পূরবী রায় (২৬), গোপালগঞ্জের জাহিদ হাসান (২৮), পিরোজপুরের দ্বীপ হাওলাদার (২৪), একই এলাকার একরাম হোসেন (৩৩), রাখি আক্তার (২৩)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঢাবিতে মুখোমুখি ছাত্রলীগ ও ছাত্রদল, আতঙ্কে শিক্ষার্থীরা

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, শুক্রবার সকালে  দোলা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার কেয়টখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর অবস্থায় তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের চিকিৎসা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ