অবরোধ শেষ হচ্ছে আজ, বিএনপি এরপর কী করবে

০২ নভেম্বর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)। মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা দাবিতে বিএনপির এ কর্মসূচি ঘোষণা করে। পরে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করে। এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে দলগুলো।

বৃহস্পতিবার ভোর থেকে তৃতীয় দিনের অবরোধ শুরু হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল রয়েছে সড়কে। আগে রোববার হরতালের পর তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি রয়েছে বিজিবি।

সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি এখন ‘ডু অর ডাই’ অবস্থানে রয়েছে। ফলে চূড়ান্ত আন্দোলন অব্যাহত রাখবে দলটি। অবরোধ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপিসহ সমমনা ৩৭ দল। নেতাদের বরাতে শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে টানা অবরোধের পাশাপাশি হরতালও দিতে পারে তারা।

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের

খবরে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার টানা কর্মসূচি, নাকি সবার অসুবিধার কথা বিবেচনায় মাঝে বিরতি দেবে– তা নিয়ে আলোচনা চলছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়াল সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর মত নেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক আদর্শের লড়াইয়ে পিছপা হবো না। আন্দোলন থামবে না।মামলা হবে, খুন করবে, গ্রেপ্তার করবে। তবে চলমান আন্দোলন আরও কঠোর হবে। এবার সরকারকে পদত্যাগে বাধ্য করবেন বলে আশা তার। 

হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9