এইচএসসির প্রশ্ন চুরি, ল্যাব সহকারী-পিয়নের জেল

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
পীরগঞ্জ মহাবিদ্যালয়

পীরগঞ্জ মহাবিদ্যালয় © ফাইল ফটো

রংপুরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলার পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই চুরির ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই কেন্দ্রের ল্যাব সহকারী রাসেল মিয়া (২৬) ও পিয়ন রাকিবুল ইসলাম নাজমুলকে (২৬)।

কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ছাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে জীব বিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলছিল। এ কেন্দ্রে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন অংশ নেন। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কলেজের ল‌্যাব সহকারী রাসেল মিয়া জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন রাকিবুল ইসলাম নাজমুলকেও আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তকী ফয়সাল তালুকদার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে এসি ল্যান্ড তকী ফয়সাল তালুকদার বলেন, ‘প্রশ্নপত্র চুরি এবং তা বাইরে পাচারের সময় আটক দুজনকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’

গাজীপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে দুই মাসে ৭ ও ১০ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদ…
  • ০১ জানুয়ারি ২০২৬
টানা ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০১ জানুয়ারি ২০২৬
রাজধানীর সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুজনের
  • ০১ জানুয়ারি ২০২৬
মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার
  • ০১ জানুয়ারি ২০২৬
অনেক মিডিয়া নতুন ঠিকানা খুঁজছে, জামায়াত আমিরের বৈঠকের সংবা…
  • ০১ জানুয়ারি ২০২৬