সাময়িক বরখাস্ত এডিসি হারুন, প্রজ্ঞাপন জারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা। আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় গতকাল রবিবার তাকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।
ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন সংগঠনিক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।