উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত
পারিবারিক কলহে প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করতেন বরগুনার আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দম্পতি। তাদের পারিবারিক ঝগড়া বিদ্যালয় পর্যন্ত চলে আসে। এমনকি বেশ কয়েকবার বিদ্যালয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের এমন কর্মকাণ্ডে ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল অনেক শিক্ষার্থী। শেষ পর্যন্ত শিক্ষক দম্পতিকে বদলি করেছে কর্তৃপক্ষ।
গত ২৮ আগস্ট তারা নতুন দুই স্কুলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম।
স্থানীয়রা জানায়, উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুন নাহার সিদ্দিকা নিরু। তাদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া মারামারির ঘটনা ঘটতো। তবে বেশ কিছু দিন ধরে তাদের পারিবারিক এ সমস্য বিদ্যালয়েও দেখা যায়। বিদ্যালয়ে এসেও তারা ঝগড়া ও মারামারিতে জাড়িয়ে পড়তেন। এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল। তাদের এসব রাগের প্রভাব কোমলমতি শিক্ষার্থীর উপর পরতো। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকতো। এমনকি অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছিল। এমন কর্মকাণ্ডে দুই শিক্ষকের বদলি দাবি করে আসছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অবশেষে তাদের বিদ্যালয় থেকে বদলি করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রবিবার সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুন নাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম জানান, দম্পতি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করা হয়। তদন্তে সত্যতা পাওয়ায় তাদের অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে।