নেত্রকোনায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’

বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ উদ্বোধনে অতিথিবৃন্দ
বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ উদ্বোধনে অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা, মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশের এই পথ চলা অব্যাহত থাকবে।বঙ্গবন্ধুর মুর‌্যাল আমাদের এই চেতনাকে আরও শানিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক আগামী প্রজন্মের পুলিশ হবে ২০৪১ সালের স্মার্ট পুলিশ। 

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি জান্নাত আফরোজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ এর নেত্রকোনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক সহ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশের উর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence