বিয়ের দাবিতে অনশনে তরুণী, পালিয়েছেন প্রেমিক

অনশনরত প্রেমিক
অনশনরত প্রেমিক  © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক মো. তুহিন গোলদারের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী। অনশনকারী তরুণী উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত।

শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন তিনি।

তার প্রেমিক তুহিন গোলদার ওই গ্রামের মো. ইদ্রিস গোলদারের ছেলে। তিনি পৌর শহরের ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক। ওই তরুণীর অনশনে বসায় প্রেমিক তুহিন ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে তরুণী জানান, এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কর্মস্থলে রাত্রিযাপন করতেন। এমনকি তুহিন তাকে তাদের বাড়িতেও নিয়ে যেতেন। বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তুহিন।

তিনি আরও বলেন, সম্প্রতি তুহিন তাকে এড়িয়ে যাওয়া শুরু করে। তাই, শুক্রবার সকালে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। তুহিন তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক তুহিন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তুহিনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

বাউফল থানা পুলিশের পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগেও একবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। ওইসময় আলোচনা করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence