নোয়াখালীতে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা

বিএনপি নেতা ইশরাকের গাড়ীবহরে হামলা
বিএনপি নেতা ইশরাকের গাড়ীবহরে হামলা   © ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী থানার সামনে পদযাত্রায় যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

গাড়িবহর সোনাইমুড়ী পার হওয়ার সময় থানার সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ শ্রাবণের নেতৃত্ব সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন রনি।

এসময় ইটপাটকেল নিক্ষেপে আহত দুই ছাত্রদল কর্মীকে বেদম মারধর করে তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন হামলাকারীরা। ঘটনাস্থলে এসে পুলিশ তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন ছাত্রদল নেতা রনি।

আরো পড়ুনঃ জবি কর্মচারীকে মারধরের দায়ে ফুটপাতের হকার আটক

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন জানান, হামলার ঘটনা জানতে পেরে পুলিশ সেখানে যায় এবং ঘটনা নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। কারা এ হামলা চালিয়েছেন তা জানা যায়নি।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence